প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম

পর্দায় তিনি বরাবরই সাহসী এবং প্রতিবাদী। দীর্ঘ বিরতির পর আবারও সেই সাহসী চরিত্রে ফিরছেন বলিউডের ‘কুইন’ রানী মুখার্জি। আগামী ৩০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’। তবে নতুন এই সিনেমার উত্তেজনার মাঝেও গতকাল বলিউডের গণমাধ্যমে এক বিশেষ সাক্ষাৎকারে রানী মুখার্জি ফিরে গেছেন তার ফেলে আসা শুরুর দিনগুলোতে। রানী অকপটে স্বীকার করেছেন, রুপালি জগতের এই চাকচিক্য তার কোনো পরিকল্পিত স্বপ্ন ছিল না। বরং তার বলিউড ক্যারিয়ার ছিল এক প্রকার ‘দুর্ঘটনা’।
পরিবারের তৎকালীন কঠিন আর্থিক পরিস্থিতি সামাল দিতেই অনিচ্ছা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। আজ যেখানে তিনি সাফল্যের চূড়ায়, সেখানে দাঁড়িয়ে ফেলে আসা সেই সংগ্রামের দিনগুলোর কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি জানান, সেই সময়কার কঠিন বাস্তবতাই তাকে আজকের আত্মনির্ভরশীল রানী হিসেবে গড়ে তুলেছে।
‘মর্দানি ৩’ নিয়ে কথা বলতে গিয়ে রানী জানান, তার আইকনিক চরিত্র ‘শিবানি শিবাজি রায়’ এবার আরও কঠোর রূপে ধরা দেবে। এবারের কিস্তির মূল উদ্দেশ্য হলো সমাজের গভীরে লুকিয়ে থাকা অপরাধীদের মনে ত্রাস সৃষ্টি করা এবং প্রতিটি নারীর ভেতরের সুপ্ত শক্তিকে নতুন করে মনে করিয়ে দেওয়া। রানী মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে নারীদের কেবল সচেতন হওয়া নয়, বরং প্রতিবাদী হওয়াটাও ভীষণ জরুরি।
ব্যক্তিগত জীবনের এক টুকরো সুখবরও ভাগ করে নিয়েছেন তিনি। মা হিসেবে রানীর কাছে বড় প্রাপ্তি তার মেয়ে আদিরা। সিনেমার মুক্তি উপলক্ষে ছোট্ট আদিরা মাকে একটি হাতে লেখা চিরকুট উপহার দিয়েছে, যা রানীর কাছে যে কোনো পুরস্কারের চেয়েও দামি। পর্দার সেই আপসহীন পুলিশ অফিসার আর বাস্তবের মমতাময়ী মা, রানী মুখার্জি যেন বারবার প্রমাণ করছেন, তিনি কেন অনন্য। ৩০ জানুয়ারির মর্দানি দেখার অপেক্ষার প্রহর গুনছে ভক্তরা।
জ/ই