আবার নিশোর নায়িকা মেহজাবীন
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:১৬ পিএম

ছোটপর্দায় জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। বর্তমানে দুজনেই ব্যস্ত আছেন সিনেমা ও ওটিটি’র কাজে। কিন্তু একসঙ্গে কাজ করা হয়নি অনেকদিন। অবশেষে এই দুই তারকাকে আবার একসঙ্গে দেখা যাবে। তাও আবার সিনেমায়।

ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ নামে একটি রোমান্টিক থ্রিলার সিনেমায় দেখা যাবে নিশো-মেহজাবীনকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমার নামও নিবন্ধন করা হয়েছে। প্রযোজক এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

আরও পড়ুন : এক নজরে অস্কার মনোনয়ন

প্রযোজনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সংবাদমাধ্যমকে জানান, সিনেমার মূল দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে ভাবছেন তারা। দুজনের সঙ্গে কথাও বলছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘পুলসিরাত’ সিনেমায় অভিনয়ের জন্য দুজনেই সম্মতি দিয়েছেন। এদিকে নিশো বর্তমানে শেষ করেছেন ‘দম’ সিনেমার কাজ। অন্যদিকে মেহজাবীন যুক্ত হয়েছেন শিহাব শাহীনের ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ। এতে তার বিপরীতে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft