জেনিফার লোপেজের সঙ্গে জুটি বাঁধছেন বিক্রান্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম

জাতীয় পুরস্কারের পর আন্তর্জাতিক মঞ্চে এবার বিক্রান্ত ম্যাসি। নিজের অভিনয় দক্ষতায় বলিউডে এই অভিনেতার ভাগ্যের চাকা এবার আরও এক ধাপ এগিয়ে। কারণ বলিউডের গণ্ডি পেরিয়ে বিক্রান্তের হলিউড সংযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিক্রান্তের আগামী থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ একটি বিশেষ গান গাইতে চলেছেন বিশ্বখ্যাত গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ‘হোয়াইট’ মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় জেনিফার লোপেজ একটি থিম সং বা ‘অ্যান্থেম’ গাইবেন। গানটি ইংরেজি ও স্প্যানিশ ভাষার সংমিশ্রণে তৈরি হবে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিনেমাটিতে জেনিফার লোপেজের গান আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমার দৃশ্যধারণ কাজ অনেক আগেই শুরু হয়েছে। দক্ষিণ আমেরিকায় ৯০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমা মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় হলেও পরবর্তীতে ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের সৌন্দর্য খুঁজুন : পরীমণি

বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জয়ের পর এই নতুন প্রজেক্টের মাধ্যমে সিনেমা প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছেন। ‘হোয়াইট’ সিনেমার থ্রিলার গল্প এবং আন্তর্জাতিক কলাকুশলীদের অংশগ্রহণ কৌতূহল আরও বাড়িয়েছে।

জেনিফার লোপেজের গান সিনেমার আবহ ও নাটকীয়তায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতারা আশা করছেন, তার আন্তর্জাতিক জনপ্রিয়তা সিনেমার প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া গানটির জন্য আন্তর্জাতিক মানের সাউন্ড প্রোডাকশন ব্যবহার করা হবে।

বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে ‘হোয়াইট’ একটি নতুন ধাপ। জাতীয় পুরস্কার জয়ের পর এই সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক মানের প্রজেক্টে অংশগ্রহণ করছেন। সিনেমার গানের সঙ্গে জেনিফার লোপেজের সংযুক্তি এটিকে আরও আকর্ষণীয় করেছে।

আরও পড়ুন : সেই অভিজ্ঞতা কখনো ভুলব না : মিমি চক্রবর্তী

সিনেমা প্রেমীরা ইতিমধ্যেই ‘হোয়াইট’ নিয়ে উৎসাহিত। এর শুটিং, গান এবং আন্তর্জাতিক কলাকুশলীদের অংশগ্রহণ সিনেমার প্রতি কৌতূহল বাড়িয়েছে। বিক্রান্ত ম্যাসি ও জেনিফার লোপেজের কম্বিনেশন সিনেমা প্রযোজক ও দর্শকদের জন্য আশা এবং আগ্রহের সৃষ্টি করেছে।

‘হোয়াইট’ সিনেমা আন্তর্জাতিক বাজারে মুক্তি পেলে এটি ভারতীয় থ্রিলার সিনেমার জন্য একটি নতুন দিকনির্দেশনা হিসেবে গণ্য হবে। সিনেমার থ্রিলার গল্প, আন্তর্জাতিক গান এবং দ্বিভাষিক প্রজেক্ট দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে আবির্ভূত হবে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft