কাপাসিয়ায় রাতের আঁধারে ঘোড়া জবাই: এলাকায় চাঞ্চল্য, পালিয়েছে ব্যবসায়ীরা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধভাবে ঘোড়া জবাইয়ের এক ভয়াবহ ঘটনা ঘটেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক এলাকায় একটি পরিত্যক্ত গরুর ফার্মে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর তৎপরতায় বড় ধরনের বিপত্তি এড়ানো গেলেও অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে জাহাঙ্গীরের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত গরুর ফার্মে ঘোড়া ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগীরা বেশ কিছু ঘোড়া নিয়ে জড়ো হয়। সেখানে তারা মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়াগুলো জবাই করতে শুরু করে। গোপন সংবাদ ও সন্দেহভাজন গতিবিধি দেখে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পান এবং তাৎক্ষণিকভাবে কাপাসিয়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৮টি জবাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া  উদ্ধার করে।

আরও পড়ুন : প্রশাসনিক জটে আটকে ইবির বার্ষিক ডায়েরি

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট ১৯টি ঘোড়া জবাই করার পরিকল্পনা থাকলেও পুলিশের হস্তক্ষেপে বাকিগুলো রক্ষা পায়। এই নজিরবিহীন ঘটনায় মাসক গ্রামসহ পুরো উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বা অগোচরে ঘোড়ার মাংস বাজারে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছিল। তারা অবিলম্বে আনিসুর রহমানসহ এই চক্রের সকল সদস্যকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে অভিযান চালাই। সেখানে ৬টি ঘোড়া জবাই করা অবস্থায় পাওয়া গেছে এবং ৮টি ঘোড়া আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft