যুবদল-ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ সাইফুল হকের
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৪১ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ৬:২৬ পিএম

“শুরুতে যারা পাশে দাঁড়িয়েছে, তারাই আমার প্রকৃত শক্তি” ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ছাত্রসমাজকে সঙ্গে নিয়েই নির্বাচনী লড়াই এগিয়ে নিতে মতবিনিময় সভা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন।

শনিবার সকালে ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারীর কার্যালয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১২ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম এবং বিশিষ্ট সংগঠক মঞ্জুর হোসেন ঈসা।

আরও পড়ুন : ধানের শীষে ভোট দিলে কৃষক ও ফ্যামিলি কার্ডের সুবিধা মিলবে -ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

ছাত্রদল-ছাত্রসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মনির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর চন্দ্রকর, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের আতিকুর রহমান আতিক, ঢাকা-১২ আসনের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ এছাড়াও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় টিম প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন।

কঠোর বার্তা ছাত্রদল-যুবদলের সভায় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে যারা কাজ করবে তাদের সংগঠনে কোনো জায়গা নেই। বিপথগামীদের দ্রুত বহিষ্কার করা হবে।

সাইফুল হকের বক্তব্য সভায় সাইফুল হক বলেন, শুরুতে যারা দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সম্মান ও মর্যাদা অবশ্যই আলাদা। জোয়ার দেখে পরে যারা আসবে, তাদের সঙ্গে এদের তুলনা হয় না। বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। তাদের সবার প্রতি আমার পরিবার ও দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন : বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবো: জামায়াত আমির

তিনি ছাত্রসমাজকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কোদাল মার্কার বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার অনুরোধ করেন। গণসংযোগ ও জনসম্পৃক্ততা মতবিনিময় সভা শেষে সাইফুল হক পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড ও পশ্চিম রাজাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি সাধারণ ভোটারদের কাছে কোদাল মার্কায় ভোট চান।

পরে নেতাকর্মীদের সঙ্গে পশ্চিম রাজাবাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কামাল সরকার শাহীন, আবদুল কাদের নুটুর, আসাদুজ্জামান আসাদ, আরিফুল জামান চপল, সোহেল খান, নাসির উদ্দীন, আব্দুল ওয়াদুদ শামীম, ৯৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম দেওয়ান রিপন প্রমুখ।

ছাত্রদল ও যুবদলকে সক্রিয়ভাবে পাশে নিয়ে মাঠে নামায় সাইফুল হকের নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে। তরুণ ভোটারদের সম্পৃক্ততা এই আসনে কোদাল মার্কার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft