ধানের শীষে ভোট দিলে কৃষক ও ফ্যামিলি কার্ডের সুবিধা মিলবে -ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি সংখ্যালঘু সনাতন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে  বাগাতিপাড়া উপজেলার ২ নং জামনগর ইউনিয়নের চাইপাড়া, ওমরগাড়ি, দোবিলা ও করদোশি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, জামনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জামনগর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এইচ শামীম, জামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাড়ি বাড়ি গণসংযোগকালে স্থানীয় ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান বিএনপি নেতারা।

আরও পড়ুন : বেকারদের জন্য ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিত করবো: জামায়াত আমির

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “আপনারা হয়তো ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে একটি ফ্যামিলি কার্ড চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে উৎপাদন সহায়তা, ভর্তুকি ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেই এসব জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft