প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। যার ফলে কোম্পানীগঞ্জের মুছাপুর ৭ নং ওয়ার্ড ও সোনাগাজীর চর দরবেশ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বসত ভিটি ও ফসলি জমি হারিয়েছে হাজার হাজার পরিবার।
আজ বৃহস্পতিবার সকালে মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট ফেনী নদীর তীরে এ বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সর্বস্তরের লোকজন।
মানববন্ধন থেকে স্থানীয় লোকজন জানান, প্রতিনিয়ত ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর বালু খেকো চক্ররা। আর এই বালুগুলো বহনের জন্য ব্যবহার করছে বাল্কহেড। একদিকে বালু উত্তোলন অন্যদিকে বাল্কহেড চলার সময় বড় বড় ঢেউ এর ধাক্কায় নদীর দুইপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের কবলে পড়ে বসত ঘর, ফসলে জমি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের গ্রামীণ পাকা সড়ক গুলো।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ নেতা মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ হাসান রাসেল, ছায়দল হক, নারী নেত্রী উম্মে সালমা ও বিবি মরিয়ম প্রমুখ। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।