কোম্পানীগঞ্জে নদী ভাঙন রোধে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। যার ফলে কোম্পানীগঞ্জের মুছাপুর ৭ নং ওয়ার্ড ও সোনাগাজীর চর দরবেশ এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বসত ভিটি ও ফসলি জমি হারিয়েছে হাজার হাজার পরিবার।

আজ বৃহস্পতিবার সকালে মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট ফেনী নদীর তীরে এ বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সর্বস্তরের লোকজন।

আরও পড়ুন : ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল : তারেক রহমান

মানববন্ধন থেকে স্থানীয় লোকজন জানান, প্রতিনিয়ত ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর বালু খেকো চক্ররা। আর এই বালুগুলো বহনের জন্য ব্যবহার করছে বাল্কহেড। একদিকে বালু উত্তোলন অন্যদিকে বাল্কহেড চলার সময় বড় বড় ঢেউ এর ধাক্কায় নদীর দুইপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের কবলে পড়ে বসত ঘর, ফসলে জমি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের গ্রামীণ পাকা সড়ক গুলো।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চ নেতা মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ হাসান রাসেল, ছায়দল হক, নারী নেত্রী উম্মে সালমা ও বিবি মরিয়ম প্রমুখ। বক্তারা, দ্রুত সময়ের মধ্যে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   নোয়াখালী   নদী ভাঙন   মানববন্ধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft