সৌদি আরবে রোনালদোর গোলের রেকর্ড, পর্তুগালে তার ভাস্কর্যে আগুন দিলো দুর্বৃত্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম

‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়’-কয়েক বছর আগে নিজের রেকর্ড গড়ার অভ্যাস নিয়ে এমনটাই বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ কিংবদন্তি ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ড ভেঙেছেন। এমনকি ৪০ পেরিয়ে গেলেও ‘সিআর সেভেন’ এখনো প্রতিনিয়ত রেকর্ড ভেঙে চলেছেন।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বুধবার রাতে সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ম্যাচে গোল করে পেশাদার ক্যারিয়ারের ৯৬০তম গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। 

সৌদি প্রো লিগে আল নাসরের জয়ের পথে আরেকটি রেকর্ড ভেঙেছেন রোনালদো। এখন আল নাসরের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তিনি। সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর গোলসংখ্যা ১১৬।

আরও পড়ুন : হামজার দেখানো পথে নারী ফুটবলেও এবার প্রবাসী ফুটবলার? 

এর আগে, এই রেকর্ডের মালিক ছিলেন আব্দেরাজ্জাক হামদল্লাহ, যিনি ২০১৮-২০২১ সালের মধ্যে ক্লাবটির হয়ে ১১৫ গোল করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সব মিলিয়ে আল নাসরের সর্বোচ্চ গোলদাতা হতে অবশ্য লম্বা পথ পাড়ি দিতে হবে রোনালদোকে। এই তালিকায় বর্তমানে তৃতীয় রোনালদো। তার ওপরে থাকা দুজনই সৌদি আরবের।

সবার ওপরে মাজেদ আবদুল্লাহ করেছেন ২৫৯ গোল এবং দ্বিতীয় মোহাম্মাদ আল-সাহলাওইর গোলসংখ্যা ১৩১টি। আল-সাহলাওইকে দ্রুত টপকে যাওয়ার সুযোগ থাকলেও মাজেদ আবদুল্লাহর রেকর্ড হয়তো ভাঙা হবে না রোনালদোর। ১৯৭৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মাজেদ আবদুল্লাহ ক্যারিয়ারের পুরো সময়টাই পার করেছিলেন আল নাসরে।

আরও পড়ুন : বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

বুধবার রাতে সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসর। এই জয়ের পথে ম্যাচের ৫০ মিনিটে গোল করেন রোনালদো। এ গোলেই রেকর্ডটি গড়েন রোনালদো। ১১৬ গোল করতে রোনালদোর লেগেছে ১৩১ ম্যাচ। ম্যাচপ্রতি রোনালদোর গোল সংখ্যা ০.৮৯ করে।

সব মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদো মাঠে ছিলেন ১১ হাজার ৪৮৭ মিনিট। অর্থাৎ প্রতি ৯৯ মিনিটে একটি করে গোল করেছেন। গোলের পাশাপাশি রোনালদো আল নাসরের হয়ে ২২টি গোলও বানিয়েছেন এবং ৬টি হ্যাটট্রিকও আছে।

ক্যারিয়ারে ১০০০ গোলকে পাখির চোখ করা রোনালদোর এটি ৯৬০তম গোল। অর্থাৎ জাদুকরি মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে আছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত রোনালদো করেছেন ১৬ গোল। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতাও তিনি। রেকর্ড গড়া গোলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রোনালদো। ম্যাচের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘চেষ্টা চালিয়ে যাও, বিশ্বাস রাখ, লড়াই চালিয়ে যাও।’

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি

এদিকে সৌদি আরবে যখন রেকর্ড গড়ায় ব্যস্ত রোনালদো, এসময় নিজ দেশে অগ্নিসংযোগ করা হলো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একি ব্রোঞ্জ ভাষ্কর্যে! পর্তুগালের মাদেইরা দ্বীপে এই ঘটনায় বিশ্ব ফুটবলেই আলোড়ন ছড়িয়ে পড়েছে। সিআর৭ মিউজিয়ামের সামনে থাকা এই ভাস্কর্যে আগুন ধরিয়ে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এক তরুণ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুনচালে ‘সিআর সেভেন’ জাদুঘরের বাইরে এই ব্যক্তি নিজেই আগুন দেওয়ার ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওতে দেখা যায়, সেই ব্যক্তি নিজেই মূর্তিটির ওপর দাহ্য তরল ঢেলে অদ্ভুতভাবে নাচছেন। পরে সেই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং শিরোনাম দেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কবার্তা’।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে গ্রেপ্তারের খবর জানায়। এখনো তার পরিচয় জানা না গেলেও মাদেইরার নেলিও মেনদোনকা হাসপাতালের মনোরোগ বিভাগে তাকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ক্লাব বোডোর কাছে হেরেছে ম্যানসিটি

ভাস্কর্যটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। শুরুতে আগুন পুরো ভাস্কর্যে ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই তা নিভে যায়।

উল্লেখ্য, ২০১৬ সালে দ্বীপের অন্য স্থান থেকে সরিয়ে এই ভাস্কর্যটি এখানে স্থাপন করা হয়েছিল। এর আগে একবার মেসি-সমর্থকদের দ্বারা ভাঙচুরের শিকার হয়েছিল এটি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদোর অসংখ্য ভক্ত।

পুলিশের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, ‘এই ব্যক্তি আগেও এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।’ 

সিআর সেভেন মিউজিয়ামের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি এখন পুলিশের হাতে রয়েছে। এ মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই।’

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft