প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলে জামাল ভূঁইয়া থেকে শুরু করে হামজা চৌধুরী-একাধিক প্রবাসী আলো ছড়াচ্ছেন।
এবার বাংলাদেশ নারী দলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিনীকে খেলতে দেখা যেতে পারে। ২০ বছর বয়সি আনিকা রানিয়া সিদ্দিকীর জন্ম সুইডেনে। ঢাকায় এসেছেন তিনি জাতীয় নারী ফুটবল দলের ট্রায়ালে অংশ নিতে।
ট্রায়ালে যদি কোচ পিটার বাটলারের দৃষ্টি কাড়তে সক্ষম হন আনিকা, তাহলে খুলে যেতে পারে তার বাংলাদেশ নারী ফুটবল দলে খেলার ভাগ্য।
আনিকা শুরুতে মাঝমাঠে খেলতেন। উইংয়েও খেলতে অভ্যস্ত তিনি। নিজ উদ্যোগে এবং খরচে পরিবারের সঙ্গে ঢাকায় এসেছেন।
তার রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। এর ফলে দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি।
২৮ জানুয়ারি শুরু হতে যাওয়া ১০ দিনের জাতীয় দলের ক্যাম্পে নিজেকে মেলে ধরতে চান আনিকা।
জ/ই