রায়পুরে ৩ চক্ষু হাসপাতাল সিলগালা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক ছাড়াই রোগীদের সঙ্গে প্রতারণা এবং লাইসেন্সবিহীনভাবে চিকিৎসা সেবা পরিচালনার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল-এ এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : নাটোরে ২৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। এ সময় রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মামুনুর রশীদ পলাশ, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিভিল সার্জন  জানান, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, সরকারি অনুমোদন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান এবং ডাক্তারের সহকারী হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। 

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   লক্ষ্মীপুর   হাসপাতাল   সিলগালা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft