বরগুনায় জামায়াত ও খেলাফত মজলিসের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুইটি আসন থেকে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তারের কাছে তারা লিখিতভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তার মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করেন। 

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বরগুনা জেলা জামায়াতের আমির মো. মহিবুল্লাহ এবং বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন : জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরন বিষয়ক সভা অনুষ্ঠিত

জানা গেছে, বরগুনা-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মো. জাহাঙ্গীর হোসেনকে সমর্থন দিতে জামায়াতের প্রার্থী মো. মহিবুল্লাহ তার মনোনয়ন প্রত্যাহার করেন।

অপরদিকে বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের পক্ষে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের প্রার্থী মো. রফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে মো. মহিবুল্লাহ বলেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসের প্রার্থীকে বরগুনা-১ আসনে সমর্থন দেওয়া হয়েছে। দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত ও বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি।

আরও পড়ুন : দাগনভূঞায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মতবিনিময়

অন্যদিকে মো. রফিকুল ইসলাম বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিস বরগুনা-১ আসন পেয়েছে। বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়। সে কারণেই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি মনোনয়ন প্রত্যাহার করেছি।

জেলা রিটার্নিং কর্মকর্তার মুখপাত্র অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, বরগুনা-১ ও বরগুনা-২ আসন থেকে দুইজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর আগে এই দুই আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের পর বরগুনা-১ আসনে ৪ জন এবং বরগুনা-২ আসনে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft