দাগনভূঞায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মতবিনিময়
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম

ফেনী ৩ (দাগনভূঞা সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। 

বুধবার ১২ টার সময় দাগনভূঞায় মিন্টু মিয়ার প্রতিষ্ঠান দুলামিঞা কটন মিলে তিনি এ মতবিনিময় করেন। এ সময় দাগনভূঞার ভোটার ফেনীতে কর্মরত এবং দাগনভূঞা প্রেসক্লাব, রিপোর্টার ইউনিটি ও রিপোর্টার্স ফোরামের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান সমাজের বৈষাম্য বেড়ে গেছে। এই বৈষাম্যটা হচ্ছে বহু কেন্দ্রিক। ঘরে বাহিরে, রাষ্ট্রে চরম বৈষম্য তৈরী হয়েছে।

আরও পড়ুন : রায়পুরের জেলের গলাকাটা মরদেহ বরিশালের হিজলাতে উদ্ধার

তাই এই বৈষম্য দুর করতে হলে, সমাজটাকে পরিবর্তন আনতে হলে একতাবদ্ধ হয়ে আমদের কাজ করতে হবে। তিনি বলেন, আমার কোন শত্রু নেই, তবে প্রতিদন্ধি আছে।

তিনি নির্বাচিত হলে ফেনীর মানুষের মান উন্নয়নে কাজ করবেন এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি মতবিনিয় সভায় দুই ঘন্টা ব্যপী সাংবাদিকদের বিভিন্ন রকমের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft