যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:৩৮ পিএম

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী  ধানের শীষ প্রতীক পেয়েছেন আলহাজ নুরুজ্জামান লিটন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নুরুজ্জামান লিটনের পক্ষে ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন- ধানের শীষ প্রতীক পেয়েছি এবং নুরুজ্জামান লিটনের পক্ষ থেকে শার্শা উপজেলাবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। নুরুজ্জামান লিটন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি সমাজের কল্যাণের কাজ করে গিয়েছেন। মানুষের মন জয় করে নিয়েছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নুরুজ্জামান লিটনকে বিজয়ী করে বিএনপিকে যশোর-১ আসন উপহার দেব ইনশাআল্লাহ। 

আরও পড়ুন : মনোনয়ন প্রত্যাহার জটিলতায় নাটোর-১ আসনে ভাই-বোনের লড়াই বহাল

এসময় উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সহ-সভাপতি সাহাবুদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা আবদার হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft