গ্রেফতার না করে পুলিশ কেন তিন শতাধিক ‘দুষ্কৃতিকারীকে’ চট্টগ্রামে ঢুকতে নিষেধ করছে?
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম

বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী এলাকায় ঢোকা ও অবস্থান নিষিদ্ধ করে তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ, যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। গত শনিবার ওইসব ব্যক্তিদের নাম-ঠিকানা উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের নাম যেমন রয়েছে, তেমনি দেখা যাচ্ছে একাধিক রাজনৈতিক দলের নেতাদের নাম।

তাদের মধ্যে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সংখ্যাই বেশি, যাদের অধিকাংশের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডে অংশগ্রহণসহ একাধিক মামলা রয়েছে। তালিকায় বিএনপির কয়েকজন স্থানীয় নেতার নাম রয়েছে। সেই সঙ্গে রয়েছে, কারাগারে বন্দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নামও। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সিএমপি কমিশনার। 

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, এগুলো হচ্ছে সন্ত্রাসী। এদের বিরুদ্ধে তো নিয়মিত মামলাসহ নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি চিন্তা করলাম যে, এটা এমন একটা এক্সট্রা কাজ যেটা করে রাখলে ভালো। এর আগে, গত নভেম্বরে ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারের নির্দেশ’ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সিএমপি কমিশনার। তার এবারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলছেন মানবাধিকারকর্মীরা।  

আরও পড়ুন : বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, পুলিশ যদি কাউকে জননিরাপত্তার জন্য হুমকি মনে করে বা কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে পুলিশের উচিৎ তাকে আটক করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু সেটা না করে যেভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটি রীতিমত হাস্যকর এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। গ্রেফতারের পরিবর্তে এলাকায় অবস্থান ও প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত উল্টো ফল বয়ে আনতে পারে বলেও আশঙ্কা করেছেন কেউ কেউ।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের মধ্যে যারা এতদিন চট্টগ্রামে অবস্থান করছিলেন, সিএমপির এমন আদেশের ফলে শঙ্কা তৈরি হয়েছে যে, এখন তারা অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারেন। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। 

তালিকায় কারা?

সিএমপির গণবিজ্ঞপ্তিতে প্রথম দফায় ৩৩০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে তালিকার ২২৭ নম্বরে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী আগেই মারা গেছেন। ফলে তার নামটি কেটে দিয়ে পরবর্তীতে ২২৯ জনের সংশোধিত আরেকটি তালিকা প্রকাশ করে পুলিশ। তাদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ছাড়াও রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কয়েক ডজন সাবেক কাউন্সিলরের নাম।

আরও পড়ুন : প্রার্থিতা ফিরে পেলেন ৪০০ জনের বেশি

এর মধ্যে এক নম্বরে নাম রয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. জাহেদের নাম। সাতকানিয়া উপজেলার বড় দুয়ারা গ্রামের বাসিন্দা জাহেদ স্থানীয়ভাবে ‘পিচ্চি জাহিদ’ নামে পরিচিত বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর মুন্না খান, রাজীব দত্ত, শওকত আজম এবং মো. মোস্তফা নামের আরও চার সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে, যাদের সবার বয়স ৩৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।

চট্টগ্রামে সম্প্রতি গুলির ঘটনায় আলোচনায় আসা সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ এবং তার সহযোগী ‘ছোট সাজ্জাদ’-এর নামও রয়েছে। এর মধ্যে ‘বড় সাজ্জাদ’ দেশের বাইরে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তার সহযোগী ‘ছোট সাজ্জাদ’ বর্তমানে রাজশাহী কারাগারে বন্দি আছেন। তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার নামও তালিকায় রয়েছে, যিনি বর্তমানে ফেনী কারাগারে বন্দি রয়েছেন। সিএমপিরর তালিকায় চট্টগ্রামের অনেক রাজনৈতিক নেতার নাম রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। 

তাদের মধ্যে রয়েছেন: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য এম আব্দুল লতিফ। এর মধ্যে জুলাই হত্যাসহ বিভিন্ন মামলায় আসামি হয়ে ফজলে করিম চৌধুরী এবং এম আব্দুল লতিফ বর্তমানে কারাগারে রয়েছেন।

আরও পড়ুন : আজ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

এছাড়া তালিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন ডজনেরও বেশি সাবেক কাউন্সিলরের নাম রয়েছে। সেই সঙ্গে রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতাদের নাম।

বিএনপির কয়েকজন নেতাকর্মীর নামও পুলিশের ওই তালিকায় দেখা যাচ্ছে। এর মধ্যে চার নম্বরে যার নাম রয়েছে, সেই শওকত আজম চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা যাচ্ছে। এছাড়া সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলামের নামও তালিকায় উল্লেখ করা হয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরে গত ১৭ই জানুয়ারি গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সেখানে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে ৩৩০ জন ব্যক্তিকে চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি: সিইসি

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৪০, ৪১ এবং ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।

মহানগরীর ‘শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। তালিকায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে ‘যথাযথ আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। 

সিএমপি অধ্যাদেশে কী আছে?

১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৪০, ৪১ এবং ৪৩ নম্বর ধারার ক্ষমতাবলে গণবিজ্ঞপ্তিটি জারি করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর মধ্যে ৪০ নম্বর ধারায় বলা হয়েছে, পুলিশ কমিশনারের কাছে যখন মনে হবে যে, তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কোন দল বা ব্যক্তির চলাচল বা শিবির স্থাপন সেখানকার বাসিন্দাদের জন্য বিপদ বা আশঙ্কা সৃষ্টি করছে বা করার সম্ভাবনা রয়েছে অথবা দল বা সংগঠন বা তাদের সদস্যরা বেআইনি পরিকল্পনা বাস্তবায়ন করছে, তখন তিনি সহিংস কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে লিখিত আদেশের মাধ্যমে ওই দল বা সংগঠনের সদস্যদেরকে উক্ত এলাকায় প্রবেশ বা ফিরে না আসার নির্দেশ দিতে পারবেন।

আরও পড়ুন : ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে

এর পরের ধারায় বলা হয়েছে, পুলিশ কমিশনারের কাছে যখনই মনে হবে যে, কোন ব্যক্তির গতিবিধি বা কার্যকলাপ অন্যদের জন্য বিপদ বা ক্ষতির কারণ হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ওই ব্যক্তি বলপ্রয়োগ বা সহিংস অপরাধে জড়িত বা অপরাধ সংঘটনে সহায়তা করার সঙ্গে জড়িত, তাহলে সহিংস কর্মকাণ্ড প্রতিরোধের জন্য পুলিশ কমিশনার লিখিত আদেশ প্রদানের মাধ্যমে ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মহানগর এলাকা ছেড়ে চলে যাওয়ার এবং ওই এলাকায় প্রবেশ বা ফিরে না আসার নির্দেশ দিতে পারবেন।

পুলিশ কমিশনার যদি এ ধরনের কোনো আদেশ জারি করে থাকেন, তাহলে সেটি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বলবৎ রাখা যাবে বলে অধ্যাদেশটির ৪৩ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার অভিযান বন্ধ থাকবে?

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৪০, ৪১ এবং ৪৩ নম্বর ধারা একসঙ্গে ব্যবহার করে গণবিজ্ঞপ্তি জারির ঘটনা সিএমপির ইতিহাসে এবারই প্রথম।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, আই লাভ টু মেক হিস্ট্রি (আমি ইতিহাস গড়তে পছন্দ করি)। তালিকায় পুলিশ যাদের নাম উল্লেখ করেছে, তাদের মধ্যে অনেকেই দেশে-বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন।

হাসিব আজিজ আরও বলেন, এই লিস্ট প্রকাশের কারণে এখন সাধারণ মানুষও জানতে পারলো যে, তার এলাকায় কারা পুলিশের তালিকায় আছে। তারাও এখন তথ্য দিতে পারবে। আবার নাম প্রকাশের কারণে অপরাধীরাও একটু ভয় পেলো। কিন্তু অপরাধীদের ধরতে অভিযান চালানোর পরবর্তী পুলিশ কেন এলাকায় প্রবেশে নিষেধজ্ঞা দিচ্ছে?  

আরও পড়ুন : হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ

সিএমপি কমিশনার বলেন, যাদের ধরার তাদেরকে ইতোমধ্যেই ধরে ফেলা হয়েছে। আবারও এমনও অনেক অপরাধী আছে, যাদেরকে অনেক চেষ্টার পরও খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে ধরা কঠিন কাজ হয়ে পড়েছে। সেজন্য আমরা সব ফ্রন্টই ওপেন করে (পথই খুলে) রাখলাম।

সিএমপি কমিশনার বলছেন, আইন মেনেই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু এ ধরনের পদক্ষেপের আদৌ দরকার ছিল কি-না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। 

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, মাঠে এখন সেনাবাহিনী মোতায়েন আছে এবং সারা দেশে যৌথ অভিযান চলছে। সেখানে এ ধরনের পদক্ষেপের কি আদৌ প্রয়োজন ছিল? আমি মনে করি- ছিল না।

যদিও পুলিশ দাবি করছে, নিয়মিত অভিযানের পাশাপাশি সিএমপির নতুন গণবিজ্ঞপ্তি জারির ফলে তালিকাভুক্ত আসামিদের ধরাটা এখন কিছুক্ষেত্রে সহজ হবে। 

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, অভিযান ধরতে পারলে তো ধরবোই। সঙ্গে এটাও একটা দিয়ে রাখলাম, যাতে করে এদের ওপর একটা এক্সট্রা সাইকোলজিক্যাল প্রেসার (অতিরিক্ত মানসিক চাপ) কাজ করে। অপরাধীদের ধরার ক্ষেত্রে এটাও কাজে দিবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft