বাকেরগঞ্জে আমন ধান ঘরে তুলতেই বোরো ধান চাষে ব্যস্ত কৃষক-কৃষাণীরা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলাজুড়ে আমন ধান কাটা ও বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। কেউ মাঠ থেকে কাটছেন পুষ্ট শীষভরা পাকা আমন ধান, কেউ আবার ক্ষেত প্রস্তুত করছেন বোরো চাষের জন্য।

শীতের সকালের ভোরে কুয়াশা কাটতেই হাসি মুখে ধান কাটতে মাঠে নামছেন কৃষকেরা। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে নারীরাও ধান মাড়াই ও শুকানোর কাজে সহযোগিতা করছেন। কৃষকদের পাশাপাশি কৃষাণীরাও বীজতলা থেকে ধানের চারা উত্তলন করে মাঠে রোপন করছে। এ যেন গ্রামীণ বাংলার এক চিরচেনা উৎসবমুখর শ্রমের দৃশ্য।

এ বছর আমন ধানের উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরা বেশ সন্তুষ্ট। তবে কাটার পরপরই বোরো মৌসুম শুরু হওয়ায় বিশ্রামের সুযোগ নেই। জমি প্রস্তুত, চারা তোলা, সার-বীজ সংগ্রহ সবকিছু নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে কৃষক কৃষাণীদের। 

আরও পড়ুন : নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের প্রার্থীতা ফিরে পেলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা

রঙ্গশ্রী ইউনিয়নের কৃষক রফিক মৃধা বলেন, বিগত বছরের গুলোর তুলনায় এই বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আমরা আমন ধান কেটে ঘরে তুলছি। এখন বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছি। বোরো চাষে সঠিক আবহাওয়া এবং সরকারি সহযোগিতা পেলে বোরো মৌসুমেও ভালো ফলন পাওয়া সম্ভব। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতী কুমার সাহা বলেন, কৃষকদের সহায়তায় মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন। কৃষকদের সঠিকভাবে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে আমনের মতোই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম বলেন, এই বছর উপজেলায় ২৭৩৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আর আমনের উৎপাদন হয়েছে ৭০৬৫০ মেট্রিক টন। চলতি বছরে বোরো ধানের আবাদ হবে ৭২৪১ হেক্টর জমিতে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft