
নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিনব কায়দায় মাদক ঢুকছে এ এলাকায়। পাশ্ববর্তী কুমিল্লা জেলা হওয়ায় ভারত হয়ে রেলগাড়ী, বাস-ট্রাক, সিএনজি সহ বিভিন্ন যানবাহনে মাদক আনা নেয়া করছে কারবারিরা। মাদক কারবারিরা ইয়াবা টেবলেট পাচারে পেটকে অভিনব কায়দায় ব্যবহার করছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্কৃয়তার সুযোগে ব্যাপক হারে মাদক আনা নেওয়া করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অপরদিকে, এতে এলাকার যুবক সহ বিভিন্ন শিক্ষার্থীরা মাদকে আশক্ত হচ্ছে। মাদকের টাকা জোগাড় করতে এরা এলাকায় চুরি-ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
অনুসন্ধানে জানা গেছে, পৌরসভার ৫ নং ওয়ার্ডের সোনাইমুড়ী আলোকপাড়া রেললাইনের পাশে, সাবরেজিস্ট্রি অফিসের পাশে, কলেজ মাঠের দেওয়ালের ভিতরে, নাওতলা-বরলা সীমানার ব্রিজের উপর ও পাটোয়ারী বাড়ির দক্ষিণে জারা পুকুর পাড়, উপজেলার দেওটি ইউপি’র দেওটি গ্রামের হালিম মিয়ার বাড়ির বাগান, আমিশাপাড়া ইউপি’র আমিশাপাড়া কলেজের মাঠ ও রাস্তার দক্ষিণে পরিত্যক্ত বাগান, সোনাপুর ইউপি’র নোয়াগাঁও রাস্তা থেকে বাগপাঁচরা সড়কের মদিনা মসজিদের উত্তরে, বারুল গ্রামের আফি উল্যা নতুনবাড়ি, বজরা ইউপি’র শাহী মসজিদের পশ্চিমে ভূমি অফিসের পিছনে, দিঘিরজান বেলাবাড়ি, বারগাঁও ইউপি’র ভূঁইয়াবাড়ির আলমগীরের পরিত্যক্ত বাগান, নোমান ভূঁইয়াবাড়ি, নাটেশ্বর ইউপি’র মেইন সড়কের দক্ষিণে কাশেমের পরিত্যক্ত বাগানে, অম্বরনগর ইউপি’র অম্বরনগর গ্রামের সরকার নুরুল হকের বাড়ি থেকে বাশের পুলের গোড়া পর্যন্ত এ নির্জন জায়গা, শরীয়ত উল্যা মনাইয়ার নতুন বাড়ি, পূর্ব-অম্বরনগর লাল মোহন মিস্ত্রীবাড়ির ব্রিজ সংলগ্ন সেনবাগ সীমানা, দক্ষিণ ওয়াসেকপুর নুরুর পেয়াজো দোকানের সামনে, নদনা ইউপি’র নদনা বাজার থেকে দক্ষিণে খালপাড় সংলগ্ন কালুয়াই সড়কের বিভিন্ন পরিত্যক্ত বাড়ি, গজারিয়া ব্রিজের দক্ষিণে মাছের প্রজেক্ট পাড়, শিবপুর বাজারের পশ্চিমে মাছের প্রজেক্ট পাড় ও পরিত্যক্ত ইটের ভাটা, জয়াগ ইউপি’র তুষি মিজি বাড়ির পূর্ব পাশের ভিটিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাদক বেচা-কেনা ও সেবনের আড্ডা বসে।
এসব একালায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে গেছে অনেকাংশে। ফলে তরুণ-যুবক মাদক সেবনসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এসব মাদক সোনাইমুড়ীর ওপর দিয়ে পাচার করছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন মালবাহী গাড়ির মাধ্যমে অন্যান্য পণ্যের সঙ্গে মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ে আসছে। রাজনৈতিক ছত্রছায়ায় এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও যুবক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।
সূত্রে আরও জানা যায়, উপজেলার এসব কারবারিরা ধরা পড়লেও অদৃশ্য শক্তির ইশারায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে জানান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।এসব মাদক কুমিল্লা থেকে সোনাইমুড়ীর বিভিন্ন এলাকার মাদক কারবারিরা অভিনব কায়দায় মাদক কেনাবেচা করছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানায়, ইতিমধ্যে মাদক আইন ২টি মামলা হয়েছে, বিভিন্ন স্পটে অভিযান অব্যাহত রয়েছে, এ বিষয়য়ে একটি টিম গঠন করা হয়েছে, মাদক কারবারি, চাঁদাবাজ সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
জ/দি