প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। তিনি চরমোনাইয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান।
বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান মিটিং থেকে বের হলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
রাশেদ প্রধান বলেন, আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছেন এটা বলবো না, আবার বের হয়ে গেছে এটাও বলবো না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জোটের ব্যাপারে আমি আশাবাদী। চেষ্টা চলছে, ভালো ফলাফল আসবে বলে আশাবাদী তিনি।
জ/উ