আচরণবিধি লঙ্ঘনে বিএনপির প্রার্থী মজিবুরকে তলব
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে গাজীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ১৫ জানুয়ারি হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন ওই ট্রাইব্যুনালের বিচারক গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হাসিনুর রহমান মিলন। সোমবার ওই ট্রাইব্যুনাল থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। 

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুর বারেক ভান্ডারীর দ্বিতীয় বার্ষিক ওরস মাহফিলে, গত ৯ জানুয়ারি স্বপ্নগাছা নারী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং গত ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের বার্ষিক ওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান। ওই সব অনুষ্ঠানে তিনি নিজের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মজিবুর রহমানের ফেসবুক আইডি থেকে এসব প্রচারের লাইভ করা হয়। এ ছাড়া ওই আইডি থেকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচার চালানো হচ্ছে যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন মর্মে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু

চিঠিতে আরও বলা হয়, মজিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানপূর্বক লিখিত সুপারিশসহ প্রতিবেদন কেন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না বা উক্ত বিধি লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট অপরাধ আমলে গ্রহণ করে কেন শাস্তি প্রদান করা হবে না– এ বিষয়ে ১৫ জানুয়ারি বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয় ‘ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গাজীপুর (জেলা ও দায়রা জজ আদালত, গাজীপুর এর দ্বিতীয়তলায়) নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানকে তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft