চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ১:০২ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু'র মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টায়ার জ্বালিয় ও সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছে। সেনাবাহিনী অবরুদ্ধ হয়ে রয়েছে।মিছিল মিটিংয়ে উত্তাল জীবননগর।

জানা গেছে সোমবার (১২ জানুয়ারী) রাত ১০ টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শামসুজ্জামান ডাবলুকে আটকের পর সেনা হেফাজতে নেওয়া হয়। তার কিছুক্ষণ পরে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু হয়।  এ ঘটনায় জীবননগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে  বিক্ষোভ করতে থাকে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তার উপর নির্যাতন চালিয়েছেন এবং তারই এক পর্যায়ে মারা যায় শামসুজ্জামান ডাবলু। 

সংবাদ শুনেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং সেই সঙ্গে আইন হাতে তুলে না নেয়া এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে সেনাবাহিনীর নিকট থেকে কোনো অফিসিয়াল বক্তব্য এখনো পাওয়া যায় নি। 


বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। জীবননগর পৌরসভা এলাকায় এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এরপর মঙ্গলবার (১৩ই জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল গেটের সামনে ভিড় করতে থাকে। পরবর্তীতে নিহত ডাবলুর মৃতদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিতে গেলে ক্ষুদ্ধ নেতাকর্মীরা হাসপাতালের মুলগেট আটকিয়ে দেয় সেই সাথে সড়কে কাঠ ফেলে অবরোধ করে। তারা জানান সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা সুস্পষ্ট বক্তব্য এবং তার হত্যা তাই স্বীকার করে নিলে আমরা মৃতদেহ ছাড়বো আর তা না হলে ছাড়বো না। 

এ বিষয়ে পৌর বিএনপি'র সভাপতি শাহজাহান কবীর জানান, ডাবলু আমার দলীয় ভাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষকে রাজি খুশি করা এবং তাদের উদ্দেশ্য সফল করার জন্য  সেনাবাহিনী দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে হত্যা করাটা ন্যাক্কারজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে জীবননগরে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়াও ছাত্রদল যুবদল কয়েকটি ঝটিকা মিছিল পরিচালনা করেছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft