সন্দ্বীপে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:৩৫ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ সোলাইমান। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় মগধরা বাংলা বাজারস্থ জিয়া স্মৃতি সংসদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মোঃ সোলাইমান অভিযোগ করে বলেন, জার্মান প্রবাসী নজরুল ইসলাম বিপ্লব নামের এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গত ৪–৫ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

তিনি আরও বলেন, অভিযুক্ত নজরুল ইসলাম বিপ্লব অতীতে স্বৈরাচারী হাসিনার দোসর এবং সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। বর্তমানে তিনি স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নামার চেষ্টা করছেন। গত ৭ জানুয়ারি তিনি তার এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সাবেক এক সাংসদের বাড়িতে গিয়ে বক্তব্য প্রদান করলে, সেই বক্তব্য বিকৃতভাবে কাটছাঁট করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়, যার মাধ্যমে তার সম্মানহানি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি নজরুল ইসলাম বিপ্লব এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার অব্যাহত রাখেন, তবে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন বাকের, চট্টগ্রাম উত্তর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাকিল চৌধুরী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তসলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   সন্দীপ   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft