দুই আনসার সদস্য এক নারীকে গণধর্ষণ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নাইট ডিউটি করার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এই ঘটনায় আজ দুপরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম চিকিৎসারত অবস্থায় থাকা ভুক্তভেঅগী ওই মেয়েটির সাথে কথা বলেছেন।

জানা গেছে, রোববার দিবাগত রাত ৩ টার দিকে স্ত্রীকে নিয়ে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজস্ব চাজিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় নানাশশুর বাড়ি যাচ্ছিলেন। এ সময়  বাসষ্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। এরপর হাসপাতালের গেটে ডিউটিরত অবস্থায় থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাঁদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায়।

এরপর হাসপাতালের নতুন ভবনের দশ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোর পুর্বক পালাক্রমে ধর্ষন করে। পরে ভুক্তভোগী মেয়েটি নিচ তলায় নেমে তাঁর স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগীয় তাঁরা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে আনলে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসার সদস্যদের সনাক্ত করলে পুলিশ তাঁদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

আরও পড়ুন : ঘরে তালাবদ্ধ অবস্থায় এক নারীর রহস্যজনক মৃত্যু

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার জানান, বাদীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটি যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।

জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সহকারী কমান্ডার অভিযোগের বিষয়টি শিকার করে জানান, আমরা বিষয়টি উপরের স্যারদের জানিয়েছি।  অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে।

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান,  আমি আনসার সদস্যদের ডেকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft