ঘরে তালাবদ্ধ অবস্থায় এক নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম

মানিকগঞ্জে ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় মোছা. নুরজাহান (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত নুরজাহান পৌলি এলাকার বাসিন্দা এবং আবুল খায়েরের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রোববার নুরজাহানের মেয়ে কাজল মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানায়।

তখন প্রতিবেশীরা জানায়, নুরজাহানের ঘরে বাইরে থেকে তালা লাগানো রয়েছে। পরে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কাজল ধামরাই থেকে বাড়িতে এসে তালা খুলে ঘরের ভেতরে ঢুকে মায়ের মরদেহ দেখতে পায়। ঘরের মেঝেতে নুরজাহানকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। খবর পেয়ে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করে। এ সময় ঘরের আসবাবপত্র ওজামাকাপড় এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন : ফরিদপুরে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এফ ডি এর লেপ বিতরণ

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মানিকগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft