প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম

তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়া ফরিদপুরের নদী ভাঙ্গন ও চরাঞ্চলের দরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে প্রতিবছরের মতো এ বছরও কাভারসহ লেপ বিতরণ করেছে অন্যতম এনজিও সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী-এফ ডি এ। সোমবার (১২ই জানুয়ারি) বেলা ১২টার দিকে টেপুরাকান্দি এফ ডি এর নিজ কার্যালয়ের হলরুমে চরাঞ্চলের শীতে বিপর্যস্ত হয়ে পড়া মানুষের মাঝে কাভারসহ লেপ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।
এফ ডি এর নির্বাহী পরিচালক মোঃ আবু ছাহের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে এফ ডি এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার মোঃ মাজহারুল ইসলাম, বি এফ এফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, পি ডাবলু ওর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এফ ডি এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের দরিদ্র, অসহায় শীতার্ত মানুষেরা সাংবাদিকদের জানান-তীব্র এই শীতে আমরা কাভারসহ লেপ পেয়ে অনেক খুশি। আমাদের খুব উপকার হলো। এই শীতে বাঁচা কষ্টকর, লেপের জন্য শীত থেকে এখন একটু রেহাই পাওয়া যাবে। অনেকেই আমাদের কম্বল দেয়, কিন্তু কোম্বল দিয়ে শীত নিবারণ করতে অনেক কষ্ট হয়। এফ ডি এ আমাদের লেপ দিয়েছে, তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
জ/দি