প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম আপডেট: ১১.০১.২০২৬ ৬:৩৫ পিএম

জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের শতবর্ষী অসহায় বৃদ্ধ রহিম বাদশার পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। আজ রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন নিজে রহিম বাদশার ঝুপড়ি ঘরে গিয়ে খোঁজখবর নেন। এসময় তিনি চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৩ হাজার টাকা, এক বস্তা চাল ও শীত নিবারণের জন্য দুটি কম্বল তুলে দেন।
বার্ধক্যের ভারে নুয়ে পড়া শরীর, দীর্ঘদিনের অসুস্থতা ও চরম দারিদ্র্যের কারণে মানবেতর জীবনযাপন করছিলেন শতবর্ষী এই বৃদ্ধ।
একাকিত্ব ও অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা স্পষ্ট ছিল তার চোখেমুখে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো নিয়মিত সহায়তা ছাড়াই কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি।
গত শনিবার (১০ জানুয়ারি) জবাবদিহি পত্রিকায় রহিম বাদশার করুণ জীবনযাপন ও জরাজীর্ণ বাসস্থানের চিত্র তুলে ধরে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ইউএনওর নজরে এলে তিনি দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেন।
সূর্যাস্তের আগমুহূর্তে বাড়ির বারান্দায় শুয়ে থাকা রহিম বাদশার কাছে পৌঁছে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ভবিষ্যতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দেন।
এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, জবাবদিহি পত্রিকায় প্রকাশিত সংবাদটি পড়ে পত্রিকার প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম বাবুর সঙ্গে ফোনে কথা বলি। এখানে এসে যা দেখলাম, তা সত্যিই হৃদয়বিদারক। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের মানবিক দায়িত্ব। আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব।
উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করে জানান, ভবিষ্যতেও রহিম বাদশার চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসনের নজর থাকবে।