পাঁচবিবিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেয়র প্রার্থী শামীম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ পিএম

মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়, এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মাদকমুক্ত যুবসমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে পৌরসভার দমদমা মধ্য মালঞ্চা মহল্লায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর সিজন–১ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। 

‎১০ জানুয়ারী শনিবার দিবাগত রাতে দমদমা মধ্য মালঞ্চা ক্রীড়া কমিটির আয়োজনে বলে ব্যাট মেরে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় ও আয়োজক কমিটির সভাপতি মোঃ নিরব শাহর সভাপতিত্বে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক মোঃ সামছুল হুদা মন্ডল দুলাল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, চার নম্বর ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি শাহাদৎ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান সাজু, ‎সাফিন আহমেদ নাহিদ ও মধ্য মালঞ্চা ক্রীড়া কমিটির সম্পাদক আব্দুল্লাহ আবু সাঈদ সিতা প্রমুখ।

‎আয়োজকরা জানান, ছয় ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে । উদ্বোধনী খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব বনাম আরাফ স্পোর্টিং ক্লাব পরস্পর মোকাবেলা করে। এই আয়োজনকে কেন্দ্র করে মাঠে ছিল অগণিত দর্শক । সবার মাঝে বিরাজ করছিল যেন উৎসবের আমেজ।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft