ফরিদপুরে শক্তিশালী বোমাটি নিস্ক্রিয় করে বোমা ডিস্পোজাল টিম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম

ফরিদপুরের আলীপুর ব্রিজের উপর থেকে বোমা সদৃশ্য ব্যাগটি উদ্ধারের ২৪ ঘন্টা পর শক্তিশালী বোমাটি বিস্ফোরনের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। এসময় ঘটনাস্থলে বিকট শব্দ ও কম্পনের সৃষ্টি হয়। এটি রিমোট কন্টোল দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রাণঘাতী আইইডি বোমা বলে নিশ্চিত করেন বোমা ডিস্পোজাল টিম।

রোববার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা এন্টি ট্রেরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। এটি সুইচ ও রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি ছিল বলে জানিয়েছে এটিইউ এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ।

শহরের গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে বালুর বস্তায় ঘেরা ও উপরে বুলেট প্রুভ চাদর এবং রিং বেস্টনি দেয়া। এছাড়াও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে ১শ গজ দুর থেকে তারের সংযোগে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়। 

এটিইউ এর সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ বলেন, এটি সাধারন বোমার চেয়ে কিছুটা শক্তিশালী আইইডি বিস্ফোরক। যা সুইচ যুক্ত রিমোট কন্টোল দ্বারা পরিচালিত একটি প্রাণঘাতী বিস্ফোরক ছিল।

আরও পড়ুন : পাঁচবিবিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

এসময় একশ গজ দুরে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মী নাইম শেখ জানান, বোমাটি নিস্ক্রিয় করার সময় বিকট শব্দ হয় ও মাটি কেপে উঠে। বিস্ফোরিত অংশ ১৫ ফিট উচ্চতায় উঠে যায় ও আগুনসহ কালো ধোয়ার সৃষ্টি হয়। 

এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলীপুর আলীমুজ্জামান ব্রীজের পশ্চিম অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী । উদ্ধারের পর বোমাটি কুমার নদের পাড়ে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft