পাঁচবিবিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম

বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎শনিবার রাতে উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওয়ানের আয়োজনে পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে দুদুর চাতালে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি এটিএম মোকারম আজিজ।

‎উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা  বিএনপির সভাপতি আলহাজ্ব আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

আরও পড়ুন : খালেদা জিয়া রুপে সেজেছেন শিশু জান্নাতুল বীনতে মীম
 
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা আইনজীবীর ফোরামের সদস্য সচিব এ্যাড: নাজমুল ইসলাম জনি, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,পৌর বিএনপি'র সাবেক যুগ্ন আহ্বায়ক প্রভাষক আহসান হাবিব ও সিনিয়র সদস্য জামিল আলম প্রমুখ।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ সাব্বির হোসেন সুমন। এ দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের প্রায় ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীগণ অংশ গ্রহণ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft