খালেদা জিয়া রুপে সেজেছেন শিশু জান্নাতুল বীনতে মীম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা শাহাদাৎ হোসেন মেমোরিয়াল প্রী-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের যেমন খুশি, তেমন সাজো পর্বে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুপে সেজে তাক লাগিয়েছেন শিশু জান্নাতুল বীনতে মীম। রবিবার (১১ জানুয়ারি) সকালে অত্র স্কুল প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শিশুটিকে খালেদা জিয়ার সাজে বক্তব্য দিতে দেখা যায়।

শিশু জান্নাতুল বীনতে মীম শাহাদাৎ হোসেন মেমোরিয়াল প্রী-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার বাঙ্গরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু মোছার মেয়ে।

জানা যায়, রবিবার সকালে শাহাদাৎ হোসেন মেমোরিয়াল প্রী-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টায় খালেদা জিয়ার রুপে সেজে স্কুলে আসেন শিশু জান্নাতুল বীনতে মীম। অনুষ্ঠান শুরু হলে সে প্রধান অতিথিসহ উপস্থিত সবাইকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। সাদা-কালো রঙের শাড়ি পরে দলীয় প্রতীক ধানের শীষ হাতে নিয়ে সে বসে থাকে। এসময় অনেকে তার সঙ্গে ছবি তোলার দৃশ্য দেখা যায়। অনুষ্ঠানের যেমন খুশি তেমন সাজো পর্বে বেগম খালেদা জিয়ার চরিত্র ধারণ করে বক্তব্য দেন শিশু জান্নাতুল বীনতে মীম।

আরও পড়ুন : বেনাপোলে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

মেয়েটির বাবা আবু মোছা বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে আমার মেয়েকে সাজাতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেনো সে বড় হয়ে বেগম খালেদা জিয়ার মত সৎ ও আপোসহীন ব্যক্তি হতে পারে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জিনদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার বলেন, দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেত্রী। তিনি গণতন্ত্রের মা। এমন দেশপ্রেমিক মা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিক। ছোট শিশু জান্নাতুল বীনতে মীম গণতন্ত্রের মা খালেদা জিয়া সেজে সবাইকে তাক লাগিয়েছে।ছোট ছোট বাচ্চাদের মনেও যে খালেদা জিয়াকে লালন করে এটিই তার প্রমান। শিশুটির জন্য সবাই দোয়া করবেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft