প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:৩৯ এএম

নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায়৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বন্দর উপজেলার একরামপুর এলাকায় কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে প্রাথমিকভাবে ৭ জনের নাম জানা গেছে। তারা হলেন মো. হান্নান (৪৫), মো. মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), মো. রাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আকিজ সিমেন্ট কারখানার ভেতরে সিমেন্টের ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত আকিজ পলি ফাইবার ইউনিটে একটি এয়ার কম্প্রেসার মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মেশিনটির ভেতরে উচ্চ তাপমাত্রার বাতাস জমে থাকার সময় এই বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
বিস্ফোরণের পর কারখানার ভেতরে থাকা ৮ জন শ্রমিক দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সঞ্জয় খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদেরও এর মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছিল।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
এদিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসক সোহান আকিজ সিমেন্ট কারখানায় ৮ জন দগ্ধের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের চিকিৎসা চলছে। তবে, কার কতটুকু দগ্ধ হয়েছে সেটা ড্রেসিলয়ের পরে বলা যাবে।
জ/দি