প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম আপডেট: ১১.০১.২০২৬ ১:০৭ পিএম

পটুয়াখালীর বাউফলে একই ঘটনায় নবম শ্রেণিতে অধ্যয়নরত দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ভুক্তভোগী দুই ছাত্রী এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার পরিচিত এক ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেন। পরে ওই ছাত্রী তার আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে অনিকের বাড়িতে গেলে অভিযুক্ত অনিক তাদের দু’জনকেই ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
জানা গেছে, অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকায় আত্মগোপনে আছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘দুই ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জ/দি