দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলাতে ছাত্রদলকে কোন সাংগঠনিক কার্যক্রম করতে দেয়া হয় নাই। এসময় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট হতে পারছি না। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলেরও অনেক নেতাকে হত্যা করা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও খুব জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা আশা করব সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এ ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে তারা কাজ করবেন।'

আরও পড়ুন : কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

তিনি আরও কলেন, 'বিএনপি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছিল, সেভাবেই হয়েছে। যে সংস্কারগুলো নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেগুলো অনেক আগেই বিএনপি তার ৩১ দফার মধ্যে তুলে ধরেছে। সংস্কার চলমান প্রক্রিয়া সেখানে বিএনপির পক্ষ থেকে না বলার কোন যৌক্তিকতা নেই।'

নিরাপত্তা ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, 'আমি নিজের নিরাপত্তার জন্য কোন বুলেটপ্রুফ জ্যাকেট পরছি না। যেহেতু অনেক রাজনৈতিক দলের নেতার উপর আক্রমণ করা হচ্ছে সে কারণেই অনেকেই হয়তো নিজের নিরাপত্তার জন্য বুলেটপ্রুপ জ্যাকেট পরিধান করছেন।'

আরও পড়ুন : বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

তিনি বলেন, 'তারেক রহমানের উত্তরবঙ্গের এই সফর খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অনেক বেশি অগ্রাধিকার দেয়া  হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের নেতা কর্মীদের আরও উজ্জীবিত করবে। তারেক রহমানের এটি ব্যক্তিগত সফর, তিনি জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন এবং সেই সাথে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।'

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারন সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুবর রহমান তুহিনসহ অন্যান্যরা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   মহাসচিব   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft