গোয়ালন্দে জমি দখল ও বিক্রির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকায় জোরপূর্বক জমি বিক্রয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সকালে উপজেলার উজান চর ইউনিয়নের হারেজ খার পাড়ায় সংবাদ সম্মেলন করে করে ভুক্তভোগীরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন কাশেম আলী। 

তিনি অভিযোগ করেন তার পিতা নবু খা ১৫/ ১৯৪৮ নং দেওয়ানী বাটোয়ারা মোকদ্দমায় ফাইনাল ডিক্রীপ্রাপ্ত হয়ে ২২১০ ও ২২১৩ দাগের ৮৩ শতাংশ সহ মোট ৪.০০ একর জমি আদালত কতৃক নিযুক্ত কমিশনার এসে সরজমিনে পরিমাপ করে বুঝে দেয়। কিন্তু পরবর্তী সময়ে আনোয়ারা বিবি গং ফরিদ পুর কোর্টে মামলা করলেও কোর্ট আগের রায় বহাল রাখেন। 

আরও পড়ুন : যশোরে ফের প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যা

এমতাবস্থায় বিএস রেকর্ডে মালিক প্রাপ্ত হয়ে আছান শেখ ও নেহাজ উদ্দিন শেখ জমি বিক্রি করে দেন। হোসাইন ডিউরেবল পাইপ লিমিটেড এর কাছে। তবে নেহাজ উদ্দিন শেখ দাবি করেন এই জমির এস এ এবং বিএস রেকর্ডের মালিক তারা তাছাড়া শত বছর পুরোনো দলিল রয়েছে তাদের। দখল ও মিউটেশন তাদের নামে রয়েছে। 

হোসাইন ডিউরেবল পাইপ লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা সুলতান মোল্লা বলেন, আমরা জমির দলিল, মিউটেশন এবং দখল দেখে ক্রয় করেছি।  জমির কাগজ পাতি ভূমি অফিস থেকে ক্লিন পাওয়ার পর টাকা দিয়ে জমি কিনেছি। অভিযোগ  কারি যদি জমি কাগজে পায় তাহলে নেবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   জমি দখল   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft