কোম্পানীগঞ্জে ৩১ বছরের কর্মজীবন শেষে ভালোবাসা নিয়ে বিদায় নিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক এএসএম কামাল উদ্দিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি বামনী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা অংশ নেন।

অনুষ্ঠানে কলেজটির গভর্নিং বডির সভাপতি এটিএম ফিরোজ আলমের সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ, চৌমুহনী সরকারি এস এ কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রহিম, বামনী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, গণিত বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, কলেজটির শিক্ষক পরিষদের সেক্রেটারি মো: বেলাল উদ্দিন প্রমূখ।

আরও পড়ুন : খুলনার ছয়টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১১

বক্তারা কামাল উদ্দিনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি আদর্শ। শিক্ষক কামাল উদ্দিন সেই আদর্শের এক মূর্ত প্রতীক হিসেবে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

উল্লেখ্য, বিদায়ী শিক্ষক এএসএম কামাল উদ্দিন ১৯৯৫ সালের ৩১ আগস্ট এই কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ তিন দশকের এই পথচলায় তিনি কলেজের শিক্ষা বিস্তার ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft