গংগাচড়ায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম

রংপুর জেলার গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের বুড়িডাঙ্গী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

বই বিতরণ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিল আনন্দে উচ্ছ্বসিত। হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীটারি ইউনিয়ন পরিষদের সদস্য লাইজু বেগম লাইলি, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আমানুল্লাহ আমান, শিক্ষিকা স্বপ্না বেগম, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আদর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বই পেয়ে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, ‘নতুন বই হাতে পাওয়া মানে নতুন স্বপ্ন পাওয়া। এবার আমরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করব।’ আরেক শিক্ষার্থী বইয়ের পাতা উল্টে উল্টে দেখে জানায়, ‘বইয়ের ছবি আর লেখাগুলো খুব সুন্দর। ব্যাগে নতুন বই থাকলে মনটা ভালো হয়ে যায়।’

আরও পড়ুন : গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। বই সেই শিক্ষার প্রধান মাধ্যম। আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও ভালোবাসা আরও বৃদ্ধি পাক।’

এসময় উপস্থিত অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, ‘নতুন বই পাওয়ায় আমাদের সন্তানরা নিয়মিত ও মনোযোগ দিয়ে ক্লাসে অংশ নিতে পারবে। এ ধরনের উদ্যোগ শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বই বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের সহায়তায় শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের উৎসাহিত করতে বিভিন্ন ছোটখাটো কার্যক্রমও পরিচালনা করা হয়।

স্থানীয়দের মতে, বসুন্ধরা শুভসংঘ স্কুলে বই বিতরণ কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি গ্রামীণ শিশুদের জীবনে শিক্ষা ও আলোর পথ দেখানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, পড়াশোনার প্রতি আগ্রহ এবং ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft