কাপাসিয়ায় বিপুল উৎসাহে শাহ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র দাখিল
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তামান্না তাসনীমের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের আগে সকাল ১১টায় কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুপুর ১২:৩০ মিনিটে কয়েকশ নেতাকর্মীকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন শাহ রিয়াজুল হান্নান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি  ফ ম মমতাজ উদ্দিন রেনু। কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম প্রফেসর এমদাদুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এডভোকেট মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য  অ্যাডভোকেট ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়ার মাটি ও মানুষের সাথে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে কাপাসিয়ার সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের বিপুল ভোটে জয়ী করবেন। আমরা নির্বাচিত হয়ে কাপাসিয়ার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব এবং কাপাসিয়াকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব। দলীয় প্রার্থীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft