কুতুবদিয়ার সৈকত জুড়ে অসংখ্য মৃত কচ্ছপ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম

কুতুবদিয়ার সমুদ্র সৈকত জুড়ে অসংখ্য বিরল প্রজাতির সামুদ্রিক মৃত কচ্ছপ। এসব মৃত কচ্ছপ সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রবিবার বিকেলে সৈকতে ঘুরাফেরার সময়ে মৃত কচ্ছপ গুলো চোখে পড়ে। উপজেলার বড়ঘোপ সমুদ্র সৈকতের মূল স্থান থেকে দক্ষিণাংশে মাতবর পাড়ার মসজিদের পশ্চিম সংলগ্ন অংশে এসব মৃত কচ্ছপ দেখা যায়। সেখানেই বেশ বড় আকারের ৫টি মৃত কচ্ছপ দেখেন কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শরীফ মোহাম্মদ তোহা। 

তার ধারণা মতে, কচ্ছপ গুলো ডিম দিতে এসে জেলেদের জাল ও নৌকার আঘাত এবং সৈকতে কুকুরের আক্রমণে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে বিষ প্রয়োগে নার্সারির ১০ হাজার গাছের চারা নিধন 

স্থানীয়রা জানিয়েছেন, কুতুবদিয়ার সৈকত জুড়ে অসংখ্য মৃত কচ্ছপ দেখা যাচ্ছে। দ্বীপের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তরপশ্চিমাংশের সৈকত জুড়ে অন্তত ১৫-২০ টি মৃত কচ্ছপ রয়েছে। যেগুলো ডিম দিতে এসে একদল কুকুরের হামলার শিকার হয়েছে। ডিম পাড়তে আসা কচ্ছপদের নিরাপত্তার জন্য সৈকত থেকে কুকুর বিতাড়িত করার দাবি করেছেন তারা।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ইলিয়াস আলী, আমজাদ হোসেনসহ অনেকেই জানিয়েছেন, সৈকতে মৃত কচ্ছপ গুলো খাচ্ছে কুকুর। ফলে, পচা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। এতে তাদের মতো আগত পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

পর্যটকদের সুবিধার্থে মৃত কচ্ছপের বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন।

এদিকে, সাগরে জেলেদের জাল ও সৈকতে কুকুরের আক্রমণে মারা যাচ্ছে এসব কচ্ছপ। 

এ বিষয়ে পরিবেশ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   কক্সবাজার   সমুদ্র সৈকত   কচ্ছপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft