প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:০১ পিএম

গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন একটি নার্সারির প্রায় ১০ হাজার গাছের চারা রাতের অন্ধকারে বিষ প্রয়োগে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়ার মাঝিরখোলা এলাকায় শ্রী বাদল রায়ের মালিকানাধীন 'প্রমিস নার্সারি'তে এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত নার্সারি ব্যবসায়ী।
ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক বাদল রায় জানান, প্রতিদিনের ন্যায় সকালে তিনি নার্সারিতে এসে দেখতে পান রাতের অন্ধকারে দুর্বৃত্ত তার নার্সারির গোলাপ, চন্দ্রমল্লিকা,ডালিয়া, গাঁদা,বাগান বিলাসসহ বিভিন্ন প্রজাতির গাছের প্রায় ১০ হাজার চারা বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে।
তিনি জানান, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। কে বা কারা এই সর্বনাশ করলো বুঝতে পারছি না। আমার অনেক ক্ষতি হয়ে গেছে। কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবে আমার জানা নেই। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি ।
এ বিষয়ে প্রমিস নার্সারীর কর্মচারী মালু মিয়া জানান, এই নার্সারির চারা রোপণ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নিজের সন্তানের মতো করে নার্সারি পরিচর্যা করি। কিছুদিনের মধ্যেই মালিক সব চারা বিক্রি করতে পারতো। গাছের সঙ্গে কেন এমনটা করা হলো। এটা কেমন শত্রুতা!