কুমারখালীতে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আখতার বানু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।

আরও পড়ুন : পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গরু আটক

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ ও সংস্কারের লক্ষ্যে হ্যাঁ /না গণভোট অনুষ্ঠিত হবে। সকল শ্রেণি-পেশার মানুষ যেন ভোটে অংশগ্রহণ করেন সেই লক্ষ্যে আপনারা ব্যাপক প্রচার-প্রচারণা ও মানুষকে সচেতন করবেন। এই গণভোটের মাধ্যমেই মানুষ দেশে সংস্কার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারবে। আগামী ১০০ বছরের জন্য একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft