পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গরু আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১:১৭ পিএম

পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুইটি ভারতীয় অবৈধ গরু আটক করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরু দুটি আটক করা হয়। 

বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবির অন্তর্ভুক্ত জেলার উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ তুহিন আলীর নেতৃত্বে একটি টহল দলটি সীমান্ত পিলার ৭৭৯/১-এস এর নিকট থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন : ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান

এসময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশে আনা দুটি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনও ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft