টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি তোতা বিশ্বাসের পদত্যাগ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নম্বর পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি তোতা বিশ্বাস পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সদস্যপদ ও সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার সকাল ১১টায় তিনি টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে উপস্থিত থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র উপস্থাপন করেন। 

এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে তোতা বিশ্বাস বলেন,আমি দলীয় ভাবে আওয়ামী লীগের সভাপতি পদে থাকলেও কর্মকাণ্ডে কখনোও সক্রিয়ভাবে যুক্ত ছিলাম না। বর্তমানে আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি দলীয় সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

তোতা বিশ্বাস আরও বলেন, আমি ভবিষ্যতেও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের একের পর এক নেতার পদত্যাগে আলোচনার জন্ম নিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft