বাগাতিপাড়ায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের অভিযান
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৪ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের মতো নাটোরের বাগাতিপাড়া উপজেলাতেও নির্বাচনী আচরণবিধি কার্যকরে সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বাগাতিপাড়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া। অভিযানের সময় উপজেলার জামনগর বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানপাট, দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে লাগানো বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, তফসিল ঘোষণার পর পূর্বে টানানো সব ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ বাধ্যতামূলক। এ নির্দেশনার আলোকে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলিবিদ্ধ যুবক, পূর্ব বিরোধের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ

উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া বলেন, “আমি সদ্য বাগাতিপাড়া উপজেলায় যোগদান করেছি। তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয় সংসদ নির্বাচন   নাটোর   উপজেলা প্রশাসন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft