ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলিবিদ্ধ যুবক, পূর্ব বিরোধের সূত্র ধরে তদন্ত করছে পুলিশ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত এক ঘটনায় সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকায় খ্রিস্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একই এলাকার ইমন ও জসীমসহ তাদের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ উপস্থিতির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে সাগর মিয়া গুলিবিদ্ধ হন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সংখ্যা ও ভূমিকা সম্পর্কে পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন : বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “মুন্সেফপাড়া এলাকায় সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। কারা ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে ঘটনা ঘটেছে-তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর মুন্সেফপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft