ঢাকায় বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনৈতিকদের আশ্বস্ত করলো সরকার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নেয়া হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য অবহিতকরণ সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের জরুরি ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিদেশি পর্যবেক্ষকদেরকে নির্বাচন কমিশন স্বাগত জানাবেন, ব্রিফিংয়ে তা অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন : বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে ঢাকায় বিদেশি মিশন প্রধানদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে দুই-একজন ছাড়া বেশিরভাগ মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক , জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ ঢাকার বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান বা তাদের প্রতিনিধিরা অংশ নেন। বেলা ৩টার দিকে শুরু হয়ে ১০ মিনিটের মতো চলে এই ব্রিফিং।

নিরাপত্তা, নির্বাচনের পাশাপাশি সমসাময়িক পরিস্থিতি নিয়েও ব্রিফ করেছেন পররাষ্ট্র সচিব। প্রাধান‍্য পায় ভারতের আচরণের বিষয়ও।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft