এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যাশী জোটের জেলা সম্মেলন
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:১৯ পিএম

দীর্ঘদিন ধরে অবহেলিত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা সম্মেলন। শনিবার সকালে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা অংশ নিয়ে তাঁদের বঞ্চনা, প্রত্যাশা ও ভবিষ্যৎ আন্দোলনের কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, শিক্ষা জাতীয়করণ কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি শিক্ষকদের সাংবিধানিক ও নৈতিক অধিকার। তাঁর মতে, বছরের পর বছর শিক্ষকরা নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে শিক্ষার্থীদের আলোকিত করে চললেও রাষ্ট্রীয় স্বীকৃতি ও নিরাপত্তা থেকে বঞ্চিত থাকা একটি গভীর বৈষম্যের প্রতিচ্ছবি।

আরও পড়ুন : এনসিপির হান্নান মাসউদ জনসংযোগকালে আহত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ-প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান, নুরুল আমীন হেলালী, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মো. আমজাদ হোসেন ও বাছির উদ্দিন। তাঁরা বলেন, একটি টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও সামাজিক সম্মান নিশ্চিত করা অপরিহার্য।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান সাদিকী। তিনি বলেন, শিক্ষক সমাজ স্বভাবতই শান্তিপ্রিয় তবে ন্যায্য দাবি আদায়ে সংগঠিত ও ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো কার্যকর বিকল্প থাকে না।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আবদুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যাশা ও বাস্তব প্রাপ্তির ব্যবধান তুলে ধরে বলেন, আগামী দিনের আন্দোলন কর্মসূচিকে সফল করতে হলে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও সক্রিয় করতে হবে।

আরও পড়ুন : জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

সম্মেলনে জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষক অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ সম্মেলনকে একটি গঠনমূলক ও আশাব্যঞ্জক মাত্রা দেয়।

সম্মেলন শেষে নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের যৌক্তিক দাবি বাস্তবায়নের পথ শিগগিরই সুগম হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft