জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৩ এএম

নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের আমন্ত্রণ জানানোয় অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। তবে সেখানে এসে জামায়াতে ইসলামী নেতাদের দেখতে পেয়ে সভা বর্জন করে চলে যান বীর মুক্তিযোদ্ধারা।

এরপর এক জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বলা হয়, ‌‘মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে এক মঞ্চে বসা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)। আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন সংবাদমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে পৌঁছানোয় তাদের জন্য আলাদা আসন রাখা হয়েছিল। তবে তারা বসতে না চেয়ে ব্যস্ততার কথা জানিয়ে হলরুম ত্যাগ করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft