দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২:৩০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কয়ার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের ১২ ঘণ্টার মধ্যে কৃষ্ণা রানী নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। রবিবার (১৪ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুনানি ও লিখিত বক্তব্য গ্রহণের মাধ্যমে তদন্ত শুরু হয়।

গত ১০ অক্টোবর সিজারিয়ানের পর কৃষ্ণা রানীর শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নীলফামারীতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সময়মতো চিকিৎসক না থাকা, জরুরি সেবা ও দ্রুত রেফার না করার অভিযোগে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন : এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যাশী জোটের জেলা সম্মেলন

ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ক্লিনিকের অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে লাইসেন্স পাওয়ার পর পুনরায় সিজারিয়ান কার্যক্রম শুরু হলে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ওঠে। এর আগেও ওই ক্লিনিকে সিজারিয়ানের কয়েক ঘণ্টার মধ্যে অন্তত তিনজন নবজাতকের মৃত্যুর অভিযোগ ছিল।

পরবর্তীতে বিষয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার দফতরের নজরে এলে তদন্তের জন্য সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়। এরপর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. আমীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

শুনানিতে ক্লিনিক মালিক, সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স, নিহত প্রসূতির স্বামী এবং গণমাধ্যম প্রতিনিধি লিখিত বক্তব্য দেন। তদন্ত কমিটি জানিয়েছে, সব নথি পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft