পুরুষতন্ত্র নিয়ে ক্ষোভ ঝাড়লেন নুসরাত ভারুচা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ এএম

বলিউডে বেশ কিছু ছবিতে ফুটে উঠেছে পুরুষতন্ত্রের ছাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ছবিতে এই পুরুষতন্ত্র নিয়ে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী নুসরাত ভারুচা।

তিনি বলেন, আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রেই বিশ্বাসী। আর তা আমাদের বিনোদুনিয়াতেও একইভাবে ছাপ ফেলছে। আমাদের জনসংখ্যায় গরিষ্ঠতাও পুরুষদের। আর তাই আমাদের একপ্রকার পুরুষতন্ত্র আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। হিন্দি ছবিতেও বছরের পর বছর আমরা পুরুষতন্ত্রের ছাপ ভরপুর দেখতে পাচ্ছি। এই পরিবর্তন এত সহজে সম্ভব নয়। সেটা হতে সময় লাগবে। তবে পরিবর্তন একদিন ঠিকই হবে বলে আমি আশা রাখি।

আরও পড়ুন : বিমানে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম

তিনি আরও বলেন, পুরুষতন্ত্রই যে বলিউডের ছবিতে প্রাধান্য পায় এমনটা নয় একইভাবে নারীদের কথা মাথায় রেখেও বহু ছবি তৈরি হয়েছে। সেগুলোও ভালো ব্যবসা করেছে। এর মধ্যে রয়েছে- ‘মিমি’, ‘ছোরি’, ‘ড্রিম গার্ল’, ‘আকেলি’ এবং ‘পিঙ্ক’। কাজেই নায়ককে কেন্দ্র করে নির্মিত ছবিই যে, শুধু ভালো ব্যবসা করবে- এমনটা একেবারেই নয়।

আমি নিজেও বলিউডে কমেডি ঘরানার কাজ দিয়ে জার্নি শুরু করেছিলাম। এরপর বুঝলাম বলিউডে একটা ব্যাপার রয়েছে, তুমি যে ঘরানার ছবিতে কাজ করছো সেই ধরনের ছবি ও চরিত্রের সুযোগই বারবার আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

জদি/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft