বিমানে জ্ঞান হারালেন অভিনেত্রী নীলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৪:০০ পিএম

ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি এক ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। বিমান যাত্রাকালীন জ্ঞান হারিয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থায় পাননি চিকিৎসা। এতে ক্ষুব্ধ তিনি।

নীলম জানান, নির্ধারিত সময় উড্ডয়ন করেনি বিমান। প্রায় ৯ ঘণ্টা পড় পাখা মেলে। খাবার পরিবেশনের কিছুক্ষণ পর জ্ঞান হারাই। তবুও যথাযথ চিকিৎসা সহায়তা কিংবা নজরদারি কিছুই পাইনি।

ক্ষুব্ধ নীলম নিজের এক্সে লিখেছেন, টরেন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু নয় ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কারও পক্ষ থেকে কোনোধরনের খোঁজখবর নেওয়া হয়নি।

আরও পড়ুন : বিরতির পর ফিরলেন কিয়ারা

এরপর লেখেন, ঘটনার পর আমি কাস্টোমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাইনি। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন।

নীলম বলিউডের জনপ্রিয় মুখ। তবে বেশকিছু দিন আড়ালে ছিলেন। সম্প্রতি ফিরেছেন। ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে ফেরার গল্প লেখেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

জদি/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft