সাবিলার দীর্ঘ প্রস্তুতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬ এএম

চলতি ডিসেম্বরেই নতুন সিনেমার কাজ শুরু করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর কথা ছিল মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’-এ অভিনয় করবেন তিনি। তবে সিনেমাটি ক’দিন আগেই ছেড়ে দিয়েছেন তিনি। 

কারণ ‘রাক্ষস’র শুটিং হওয়ার কথা ছিল চলতি ডিসেম্বরেই। অন্যদিকে, একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিংও। সেখানেও অভিনয় করবেন সাবিলা। তানিম নূর পরিচালিত এ ছবিতে আরও থাকছেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এ ছবির শিডিউলের কারণেই ‘রাক্ষস’ ছেড়েছেন সাবিলা।

আরও পড়ুন : পুরুষতন্ত্র নিয়ে ক্ষোভ ঝাড়লেন নুসরাত ভারুচা

এদিকে, ১৩ই ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা আসছে ‘বনলতা এক্সপ্রেস’র। এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির বিস্তারিত তুলে ধরা হবে। এদিকে, এ ছবিটি নিয়ে দীর্ঘ প্রস্তুতিও নিচ্ছেন সাবিলা। এটি হতে চলেছে তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তাই দ্বিতীয় ছবিতে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশাও তার কাছে বেশি থাকবে। বিষয়টি অভিনেত্রী নিজেও জানেন। আর এ কারণেই একই সময়ে দু’টি ছবি হাতে নিতে চাননি তিনি। এখন পূর্ণ মনোযোগ দিচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়।

জদি/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft