প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম

বরগুনার তালতলী উপজেলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।
এসময় একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেয়। নারী পুলিশের উপস্থিতিতে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বরগুনা সদর উপজেলার পরীরখাল গ্রামের মৃত মন্নান হাওলাদারের পুত্র মোঃ হুমায়ুন কবির (৪০) ও তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেসে পাড়ার বাসিন্দা মোছাঃ খুকুমণি।
চেকপোস্টের দায়িত্বে থাকা নৌবাহিনীর কর্মকর্তা লে. কে এম হাসান তারেক জানান, নৌবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়েছিল। সেই চেকপোস্টে ধরা পড়েছে মাদকের চালান। তিনি আরও বলেন, আটক দুইজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং অভিযান আরও জোরদার করা হবে।
অভিযান শেষে দুপুর ১টা ৪০ মিনিটে তাদের তালতলী থানায় হস্তান্তর করা হয়। তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলবে।